পরী তুমি,
ঘুম ভাঙাতে এসো না আর আমার চোখের আকাশে,
চান্দ হয়ে এসো তুমি, আমার মনের তৃষিত পিয়াসে।


তুমি চাইলেই শুকতারা হয়ে তোমার সাথী হতে পারি,
তুমি চাইলেই আমি কাব্য যমুনায় নাও ভাসাতে পারি,
তুমি চাইলেই হতে পারি একগোছা রজনীগন্ধা ফুল,
তুমি চাইলে হতেই পারি তোমার ঝুমকো কানের দুল।


তুমি চাইলেই বরষা হয়ে তোমায় ভিজাতে পারি,
তুমি চাইলেই বসন্তের কোকিল হয়ে গান শোনাতে পারি,
তুমি চাইলেই কাজল হয়ে তোমার চোখ সাজাতে পারি,
তুমি চাইলে এক বুক ভালোবাসায় তোমার ভরসা হতেই পারি।


তুমি চাইলেই অজস্র কবিতার কবি হতে পারি,
তুমি চাইলে শরতের শুভ্র আকাশে ভেসে চলা মেঘ হতে পারি,
তুমি চাইলেই শত মিথ্যের ভিড়ে সত্যিটা হতে পারি,
তুমি চাইলে আমি, আমি, হ্যাঁ এই আমি তোমার বন্ধু হতেই পারি।


তোমার দুঃখরা দুঃসাহসী  হয়ে সুখের ঝর্ণায় নেমে আসুক,
তোমার কষ্টরা নদীর মত দিক পাল্টিয়ে খুশির বর্ষায় ঝরে পড়ুক।
তুমি পরী, পরী হয়েই থেকো,
তুমি চান্দ হয়ে জ্যোৎস্না ছড়িয়ে দিও।