রাই, যারা বলেন প্রেম জীবনে একবারই আসে তারা ভুল বলেন;
প্রেম মানুষের জীবনে অগণিত বার আসে, ঘুরপাক খেয়ে আসে,
রূপ পরিবর্তন করে আসে, বাতাসে বাতাসে ছড়ায় প্রেমের উৎস!
যারা বলেন একাধিক প্রেমে যে প্রেমিক আসক্ত সে বিষাক্ত, তারা ভুল বলেন।
প্রেম জীবনকে রঙিন করে, নতুন করে বাঁচার প্রেরণা যোগায়,
জীবনকে করে তুলে দুর্বার, দুর্বিনীত, গতিময়।
যারা বলেন প্রেমে অন্ধ হওয়া বারণ তারা ভুল বলেন,
প্রেমে অন্ধ হও, প্রেমে আসক্ত হও, প্রেমে হাবুডুবু খাও,
একটি-দুটি নয়;
হাজার সহস্র লক্ষ কোটির প্রেমে পড়তে হবে রোজ।
তবেই তুমি সার্থক প্রেমিক।
প্রেমের মধ্যে ডুবে যাওয়ার আশংকা থাকলেও হারিয়ে যাওয়ার ভয় নেই।
প্রেমে অন্ধ হওয়া গেলেও জীবনের স্থবিরতা নেই।
প্রেমের হিল্লোলে প্রেম অমোঘ!
প্রেমই জীবন।
তবে হ্যাঁ,
জীবনে ভালোবাসা আসে কেবলই একবার, কারো কারো জীবন কেটে যায় ভালোবাসা শূণ্যই।
ভালোবাসা আকাশে-বাতাসে উড়ে বেড়ায় না, ভালোবাসা খুঁজে নিতে হয়।
ভালোবাসার একাধিক কোনো রূপ থাকে না।
ভালোবাসা একপ্রকারই- সেটা ভালোবাসাই।
ভালোবাসার মধ্যে প্রেমের মতো উন্মত্ততা নেই, ভালোবাসা দুরন্ত কিংবা গতিময় নয়। ভালোবাসা স্থির, অস্থির মন নিয়ে ভালোবাসা হয় না।
ভালোবাসার মানুষ আর প্রেমিকের মাঝে স্বর্গ-নরকের ব্যবধান।
প্রেমে দায়বদ্ধতার বেড়াজাল না থাকলেও ভালোবাসায় আছে।
ভালোবাসায় চাওয়া-পাওয়ার হিসেব নিকেশ না থাকলেও প্রেমে আছে।
ভালোবাসা কঠিন এক পরীক্ষার নাম। যে পরীক্ষায় পাশের হার অতি নগণ্য, অথচ প্রেমের বাজারে সওদা হয় শায়েস্তা খাঁ আমলের দাঁড়িপাল্লায়।
যদি তুমি ভালোবাসার পরীক্ষায় পাশ করো,
তবে তুমি সার্থক মানুষ।
ভালোবাসতে হলে ধ্যান করতে হবে, আজীবনের সাধনা ভালোবাসাকে যুগান্তকারী করে।
ভালোবাসতে হলে ভালোবাসার মানুষকে নিজের অন্তরে ধারণ করতে হয়।
ভালোবাসা এক তপস্যা, ভালোবাসা উপাসনার নামান্তর।
ভালোবাসার হিল্লোলে ভালোবাসা অমোঘ!
বলোতো প্রিয়, তুমি আমার কী হবে?
প্রেমিক নাকি ভালোবাসার মানুষ!