ভোরের পাখিরা ঘুম ভাঙানিয়া গান গায়
লাঙল-গরু সাথে লয়ে, কৃষক মাঠে যায়;
আরো এক নতুন দিন পৃথিবীর বুকে এলো
নতুন দিনে নতুন ঢঙে, রবি ছড়ালো আলো;
দীঘির জলে নব পদ্ম ফুটিছে অপরুপার বেশে
নৌকার পাল তুলিছে মাঝি যাবে দরিয়ার দেশে;
জবা-টগর ছড়ায় সৌরভ আপন পাপড়ি মেলে
হংস-মিথুন তাই ঘুরে বেড়ায় পুষ্করিনির জলে;
স্বাগতম নব-দিন তোমায় এ ধরনীর বুকে
আলোকিত কর সব, জানাই বিদায় রজনীকে।