ঐ যে পূর্ণিমার চাঁদ দেখছ
তুমি ঠিক ঐ চাঁদের মত,
সুন্দর, অনেক সুন্দর,
অনেক অনেক সুন্দর
তাতেও যেন তোমাদের রূপের
বর্ণনায় কমতি থেকে যায়।
ও চাঁদ যেমন রাতের
আকাশ খানা আলোয় মাতায়,
তুমিও ঠিক তেমনি আমার
মনের আকাশটা আলোয় মাতাও।
তোমাদের দুজনের দিকে যখন
অপলক তাকিয়ে থাকি,
বালুঘড়িটাও থমকে দাঁড়ায়,
কোন ক্লান্তি নেই, কোন শ্রান্তি নেই
যা আছে তা শুধুই ভালবাসা।
তবে কি জানো? তোমাদের রূপ
আমাকে মায়ায় বাঁধলেও, তোমাদের
অস্তিত্ব হৃদয় দিয়ে অনুভব করলেও,
তোমাদের দুজনের কাউকেই
ছোঁয়ার অধিকার নেই আমার,
তাহলে যে ভালবাসা আর
ভালবাসা থাকে না,
অভাবীরা না পেয়ে পেয়ে এর নাম
দিয়েছে দেহ সর্বস্ব নষ্ট প্রেম।
তোমরাও আজকাল তাদের দলে ভিড়েছ,
ছুঁতে চাইলেই যে বল
তুমি ভালবাসা নয় তুমি প্রেমের ফাঁদে পড়েছ।
আমি কিভাবে বোঝায় বলতো
প্রেম ছাড়া যে ভালবাসা অচল, অন্ধ?
তোমাকে বোঝাব -
সে সাধ্যি আমার নেই, কখনো ছিলও না
তাইতো আর তোমাকে ছুঁতে চাই না,
চাই না কতটুকু ভালবাসি তার পরীক্ষা দিতে,
শুধু দূর থেকে ভালবেসে যাই, আর তোমার
রূপে মুগ্ধ হয়ে প্রেমে পড়ি বারবার,
প্রেমে পড়ি প্রতি পূর্ণিমার রাতে শতবার।