স্মৃতি তুই কেন এত কষ্ট দিস আমায়
কেন নিয়ে যাস বারেবার ফেলে আসা পুরোনো দিনে,
ভুলে যাওয়া অতীত মনে করিয়ে দিস আমায়
যেসব দিন অস্পষ্ট এক দাগ কেটে যায় মনে।
স্মৃতি আমি চাই না তোকে
যা চলে যা বহুদূর
ফিরিস না আর এ জীবনে
হয়ে যা বেদনা বিদূর।
তোর ছায়া ছাড়তে চাই,
চাই পরিত্রাণ
সাঙ্গ হবে জীবন নচেৎ
হবে সবি ম্লান।
তোর সঙ্গ চাই না আমি
হও ধূলিসাৎ
তোর কারণে নষ্ট জীবন
হল অকস্মাৎ
পিছু এবার ছাড় আমার
মুক্তি আমি চাই
এ জীবন আর কষ্ট সয় না,
সুখ যেন শুধু পাই।
স্মৃতি তুই কেন আমার সঙ্গে থাকিস?
মনের যাতনা বাড়িয়ে কি মজায় মাতিস?
যা না ছেড়ে আমায়, বহু বহু দূর
নিয়ে যাস পারিস যদি আমার সকল দুখ।