আমার ছেলে ধীরাজ ঋষির জন্মলগ্নে আমার অনুভুতির প্রকাশছিল এই কবিতায়। সবাই তার জন্য আশির্বাদ করবেন।


আত্মহারা হৃদয় মম পুত্র আগমনে
আনন্দধারা বহিছে আজ বুঝি নন্দনকাননে
আসিয়াছে সে ধরায়, হইল আবদ্ধ বন্ধনে
পূর্ণতার নিয়ন আলো জ্বলিল মোর ভুবনে।


মিটিমিটি দেখিছে সে চক্ষু মেলিয়া
নিজ অস্তিত্ব অনুভবি বুকেতে টানিয়া
আহা এ কোন সুখ বুঝিতে না পারি
এ নবীনের স্পর্শ রইয়াছে মন প্রসারী।


হংস মিথুন গাহিছে গান আগমনী সুরে
সুস্থ রেখো তারে এ মিনতি তোমার দুয়ারে
প্রভু সদা হইয়ো সহায় মোর পুত্র সনে
সৎ বুদ্ধির বীজ  তুমি বুনিয়ো তাহার প্রাণে।


বিশ্বজুড়ে খ্যাতি যেন এ জনমে হয়
মানব সেবায় ব্রতী হয়ে অমর সে রয়
শুভ্রতায় পূর্ণ হয়ে অশুভ করুক পরিহার
তাহার আগমন মোর জীবনে শ্রেষ্ঠ উপহার।