এই রাত যদি না ফুরায় কভু
জেনে নিও ভালোবেসেছিলেম তারে, বিভু!
এ জনমের পর যদি কোনো জনম রয় বাকি,
তারেই ভাগ্যে লিখে দিও মোরে ডাকি।
তার সাথে যে বন্ধন শিকলের ফাঁদে বাঁধা
তাতেই তারে জন্মান্তরে করো মোর রাধা।
সে বিনে মোর নাহি চাওয়ার কিছু হে
আমার ধমনী উপশিরায় ক্রমেই বহে সে!
আমার বক্ষে যত উষ্ণতা তার তরে চাই
এ জীবন অন্ত করো যদি তারে না পাই।
এই রাত সাক্ষী কতো ব্যাকুল আমি তারই জন্য
বিরহে হৃদয় উথলায় হয়েছে নিদারুণ হন্য!
প্রভু তুমি দাও হে তারে একান্ত মোর করে,
আর কিছু না পারি ভালোবাসিব তারে প্রাণ ভরে।