ছেলেবেলার দিন, কত যে রঙিন,
স্মৃতির পাতায় পাতায়;
কত মুখে কত সুখ, লেখা আছে সব
স্মৃতির খাতায় খাতায়।


কলাগাছ ভেলা, কুয়ো’জল তোলা,
আহা! ছিল কত উচ্ছল!
কাদামাটি পথ, জগু-ঠাকুরের রথ,
এক সুরে চল চল চল!


দীঘিতে জলকেলি, পদ্মপাতায় মেলি
পানিফল মিষ্টি!
গুড়গুড় মেঘ, টিনে ঝমাঝম বেগ
মনোলোভা বৃষ্টি!


চৈত্রে খৈ-মুড়ি, খাই সবে পেট ভরি,
ধান কেটে ফাঁকা মাঠ!
পড়াতে দেই ফাঁকি, ধান ভাঙে পা-ঢেঁকি,
ছিল পুঁথি গান পাঠ!


কাদাপানি মাছ, উদোম গতরে নাচ,
মাঠে ইঁদুরের গর্ত!
চড়ূইভাতি রান্না, রেডিওতে মান্না,
মাছে-ভাতের শর্ত!


দলবেঁধে আম চুরি, আকাশে উড়ে ঘুড়ি,
কানামাছি ভোঁ ভোঁ!
কলাপাতার বাঁশি, হেরেও মুখেতে হাসি,
চোর-পুলিশ হাঁফানো!


আহা! ছেলেবেলার দিন, ছিল যে রঙিন,
নানান রঙেতে আঁকা!
আজো খুঁজে ফিরি, ফেলে আসা দিন,
আদরে সোহাগে মাখা!