যদি চাইতেম তবে আরও কিছু বসন্ত সাথে থাকা হতো,
যদি চাইতেম কিছু চন্দ্র স্নাত জোছনা কিংবা অমানিশার প্রহর যাপন হতো এক সাথেই,
পথের ওপর লুটিয়ে পড়া ধুলোর আস্তরণটাও কম হতো কিছুটা!
শুধু একবার ফিরে চাইলেই সহস্র নতুন গোলাপে রাঙা হতো তোমার হাত!
আজ আমি তুমি পায়ে পায়ে দাঁড়িয়ে দেখতাম সমুদ্রতটে রক্তিম সুর্যাস্ত যদি শুধু আরেকবার মনের দ্বার খুলে দিতেম।
হীমঝরা সন্ধ্যায় হাতে রঙধনু চায়ের ধোয়ায় ঝিঁঝিঁর সাথে এক সুরে গান গাইতেম, যদি ফিরে চাইতেম।
এই যে আরেকবার চাওয়া, ফিরে তাকানো কিছুই করিনি,
করিনি কারণ আমি কশ্মিনকালেও তোমার ভাবনার জগতে স্থান পাইনি!
আমার হৃদয়ে যে পুষ্পকরথ তোমার জন্য সাজিয়ে বাসরের প্রতীক্ষায় ছিলেম, সেই রথের লাগাম তুমি নিদারুণ রসিকতায় ছুঁড়ে ফেলেছিলে,
আমার ভালোবাসায় তুমি যেদিন প্রেমের সাইনবোর্ড লাগিয়েছ, সেদিন বুঝলাম আমি কোনোদিনই তোমার হতে পারিনি, নাহ্, একমুহূর্তের জন্যেও নয়।
আমি ভাবলাম, ভাবলাম, আরও ভাবলাম; দিবানিশি এক করে ভাবনার অতলে তলিয়ে গেলাম, বিমর্ষ হলাম, হতবাক হলাম।
অতপর আমি এগিয়ে গেলাম।
ভেবেছিলে আমি হয়তো ফিরে আসবো, আরেকটিবারের জন্য...
আমার ফেরার সব রাস্তা নিজের হাতে ইরেজারের ঘষায় মুছতে মুছতে আমি এগিয়ে গেলাম।
আমি ভালোবাসার সওদাগর, আমি কোনো প্রেমিক নই।
উজানের নৌকা কখনো ভাটায় ফিরে না।
ভালোবাসার ফেরারী কখনো প্রেমের লাভায় মরে না।