কত স্বাদের ঘর বানাইলাম
সে ঘর না হইল আপন,
সবাই আমায় ভুল বুঝিল
যাদের আমি দিলাম মন।


যে ঘরের প্রতি কোণায়
ভরলাম শুধু প্রেম মধু,
বুঝল না সে ঘর আমায়
কষ্ট দিয়ে যায় শুধু।


চোখের জল আড়াল করে
তবুও আমি সে ঘরেই রই,
সে ঘরের সুখেই হাসতে থাকি
যদিও আমি সে ঘরের নই।


আপন ভেবে যারে ই আনি
আমার গড়া ঘর খানায়,
লোভ লালসায় ডুবে সেজন
আমায় শুধু পর বানায়।


ভালো থেকো, সুখে থেকো
আমার সাজানো ঘরের মাঝে,
যদি পারো আমায় ঠাঁই দিও
সে ঘরের পুরানো স্মৃতির ভাঁজে।