আমি রৌদ্র দেখে বৃষ্টি খাই
তোমায় দেখে কবিতা উড়াই।
আমি পাগল যা নয় তাই করি
আমি নাটাই সুতোয় তোমায়-
বানাই ঘুড়ি।
আকাশের নীলিমায় আঁকি
তোমার আমার যত ফাঁকিঝুকি,
বিজ্ঞ ভালোবাসার স্বপ্ন মেকি।
তবুও তুমি- আমার হলে
হয়তো ভীষণ পাগল বলে,
প্রেম হারাবে যেদিন ঢলে,
জানি আস্তাকুঁড়ে ফেলে-
আমায় যাবে চলে।
তবুও হোক না একটু প্রেম
এই নগরে লাগিয়ে জ্যাম
চলো না পালাই দুজনে,
কোনো এক গহীন বনে,
হয়তো সুন্দরবন কিংবা আমাজনে-!
যতদিন আছো সাথে
রেখে হাত আমার হাতে,
যাই না হয় একটু মধুর প্রেমে
ভেসে ভেসে উজান টানে।
সন্ধ্যায় না হয় বিচ্ছেদ হোক,
মৃত্যু পাগল দুঃখ শোক,
ভাসুক না হয় ক্ষণিক হৃদয়
তোমার প্রেমেতে মজে।
তবুও এক পশলা বৃষ্টি হোক,
উন্মাদনার সৃষ্টি হোক।
বলবো না হয়- সে এসেছিল
ভালোবেসে ফেলে গেল।
এ অবেলায় না হয়
নতুন কিছুর শুরু হোক।