অসিতরাঙা ময়লা বদন
মাথায় কদাকার কেশ
দুঃস্থ হয়ে ঘুরছে ধরায়
সয়ে শত কলহ ক্লেশ।
দুবেলাতে জোটে না আহার
এ কেমন তাদের অদৃষ্ট?
দেহপিঞ্জর শুকিয়ে কাঠ
তারাও নাকি জীব শ্রেষ্ঠ।
জন্ম যাদের আজন্ম পাপ
তাদের কি বা আছে বিত্ত;
দুঃখ-কষ্ট, জুলম-পীড়নে
ঘুরছে জীবন বৃত্ত।
ধর্ম-জাত, কুল অজানা
নেই জানা বংশ পরিচয়
ধরার বুকে পায় না ঠাঁই
রাস্তার কোণা শেষ আশ্রয়।
সভ্য দুনিয়ায় ভুগছে ওরা
হীনতায় পায় না রেহাই,
নগরীর সস্তা রাস্তা ঠিকানা
ওরাই নগরীর টোকাই।