কিছুটা তুমি কিছুটা আমি
এইতো আমাদের জীবন,
কিছুটা মেঘ কিছুটা বৃষ্টি
এইতো মধুর লগন।
তুমি নেই বলে আজ
ঘরের প্রতিটি কোনা
আজ নিঃসঙ্গ এলোমেলো,
তুমি নেই বলেই হয়ত
মনটাও বড্ড আঁধার কালো।
যে দিকেই তাকাই
শুধু তুমি নেই, তুমি নেই,
শূন্য ঘরে বাতাসের গন্ধরাও
জানাচ্ছে ঘরে আজ তুমি নেই।
ঐ যে কিছুটা আমি তো আছি
কিন্তু কিছুটা তুমি তো আর নেই,
তাই হয়ত এই বসন্ত— বিকেলে
অদ্ভুত বৃষ্টিরা আছড়ে পড়ছে বারবার,
আর শুধু যেন ঝমঝম করে ঝড়ছে
আর বলছে, তুমি নেই, তুমি নেই।