বর্ষা যখন ফুরিয়ে এল, শরৎ শুরু হলো,
নীল আকাশে ভেলার মতো ওড়ে মেঘের তুলো,
দিগন্ত জুড়ে সবুজ ধানে হিমেল হিল্লোল
ঠিক তখনই দিকে দিকে লাগে কাশের দোল।
গন্ধ বিহীন, আকার বিহীন, কুল হীন এক ফুল,
আবির্ভাবেই আনন্দেতে মাতায় মর্ত্য কুল।
কাশের দোলে মর্ত্যে চলে কিসের কানাকানি!
ধরার মাঝে ঘটবে এবার মায়ের আগমনী।
মনের মাঝে আনন্দরা উঁকিঝুঁকি মারে,
আগমনীর সুরটি বাজে সবার ঘরে ঘরে।
ঢাকের আওয়াজ শুনতে সদাই মন হয় উচাটন,
নতুন পোশাক পড়ে সেজে ওঠে সবার মন।
সেই ভাবনায় দোলা লাগায় কাশফুলেরই দোল,
সেই দোলাতে সবার মন হয় উৎসব পাগল।