বিষাদের সুর বাজছে মনে মায়ের বিদায় বেলায়
পূর্ণ প্রদীপ জ্বলবে একা শূন্য দুর্গাতলায়।
কাটবে আবার একটি বছর প্রতীক্ষাময় পল
স্মৃতির ভারে মেদুর হবে মনের অন্তঃস্থল।
যদিও জানি সারা জীবন মা থাকেন অন্তরে
দুখ পেলে তাও ফোটে হাসি বিসর্জনের পরে।
বছর বছর বিজয়াতে হয় মায়ের বিসর্জন,
বছর পরে সেই মায়েরই হয়  যে  গো বোধন।
সেই আশাতেই দুখের মাঝেও হাসে সবার হিয়া,
আনন্দে তাই বলে সবাই শুভ হোক বিজয়া।।