আমি নটরাজ।
আমি যখন যা চাই,
না পেলে হই ভয়ঙ্কর বাজ!
আমি উন্মাদ।
আমি যখন যা ধরি,
তাই করি ধূলিস্যাৎ।
আমি দু ' হাতে করি পৃথিবী শাসন,
মানিনা কোন আইন-
যে শোনেনা আমার কথা, কাটি তার গর্দান।
আমি যুগে যুগে তার রেখেছি স্বাক্ষর,যেমনঃ আফগান।
আমি আফগান কে করেছি খান-খান,হটিয়েছি তালেবান।
আমি ইজরাইলকে করেছি আজরাইল ছিনিতে ফিলিস্তান।
আমার সাথে লড়ার দুঃসাহস নাহি হয় মম বর্দাস;
হেন স্পর্ধা দেখিয়েছে যে তার করেছি সর্বনাশ-
যেমন দেখিয়েছিল একদা সোভিয়েত-রাশিয়া,
আমাকে ছাড়াইয়া যাওয়ার লড়াইয়ে মেতে উঠেছিল তারা।
তাইতো আমি ছিন্ন করেছি,ভিন্ন করেছি,করেছি ছত্রখান
আমার পোষা সন্ত্রাসি দিয়ে সোভিয়েত ইউনিয়ান।
আবার আমারই দুধ-কলায় পোষা সেই বিষধর,
যখনই ছোঁ মারিয়া করিল চূর্ণ আমার অহংকার;
অমনি তারে পাঠাইয়া দিয়েছি গুহার অন্ধকার।
সেই যে পালাল আর ফিরল না,যেমন ফিরেনি লাদেন-
লাদেন এখন লুপ্ত রয়েছে,থাকবে সে চিরকাল;
লাদেনের মত যত শত্রু আছে থাকবেনা কারো ইহকাল।
ধ্বংশের খেলায় মেতে উঠি আামি,করি চিরকাল ধ্বংশযজ্ঞ;
আবার ব্যাপক বিধ্বংশী অস্ত্রের দোহায়ে দাহন করি এ বিশ্ব-
দাহন করেছি ইরাক আমি,দাহন করেছি জাপান;
যুদ্ধবন্দীদের ব্যাভিচার করেছি,আটক করেছি সাদ্দাম।
আামি ইরাক বাহিনী উড়িয়ে দিয়েছি,ধ্বসিয়েছি ঝুলা-উদ্যান;
আামি লুটতরাজদের লেলিয়ে দিয়েছি লুটিতে তদ্ রাজস্থান।
আামি বিজ্ঞানের সব আশীর্বাদ কে পরিণত করি অভিশাপে,
আামি পারমানবিক বোমার অপব্যবহারে নাহি পুড়ি সন্তাপে!
আমার ক্রোধের স্মৃতি আজও হিরোসিমা বহন করে,
নাগাসাকিতে হেন কাজে আজও প্রতিবন্ধী সব জন্মে।
আমার শক্তিতে শংকিত আজ এ বিশ্ব জনপদ,
তাইতো নিজেকে কর্তা ভাবি -ভৃত্য যেন বাকি সব।
আমার কথায় উঠতে হবে,বসতে হবে,করতে হবে সব কাজ;
আমার আদেশ অমান্য হলে,হয়ে যাবে সব সন্ত্রাস!
সবার বিচার করি আমি নিজের বিচার ছাড়া,
বিচার করতে জানি কিনা আদৌ,তাহা নাহি যাবে ধরা।
গাঁয়ে না মানুক আমায় তবু আপনি মোড়ল সাঁজি,
তাল গাছটা স্বীয় রেখে পূর্ণ বিচার যাচি!
গায়ের জোরে বিশ্ব শাঁসায় মানিনা বিশ্বজোটের আইন
স্বীয় স্বার্থ ফুরিয়ে গেলে,হয়ে যাই বেঈমান!
স্বার্থের জন্য কিনা পারি আমি,করিতে পারি সব-
অন্যের সম্পদ দেখলে আমার লেগে যায় মহা লোভ
লুট করিতে পরের ধন,লঙ্কা কান্ড লাগাই
বিশ্বের প্রায় সকল যায়গায় যুগল দ্বন্দ্ব বাধাই।
আবার ঐ দ্বান্দ্বিক দেশে দেশে –আমার অস্ত্র বিক্রি করি,
সবার সকল সম্পদ নিয়ে নিজের ব্যবসা গড়ি।
এইভাবে আমি ভিতরে-বাহিরে চুষে যাই সমানে,
চোষক আমি মশক নই,পোষক কভু নাহি জানে।
-এই আমি মরিলে দিও সবে ভাই,মুক্তহস্ত করে
একটি একটি করে টাকা, মসজিদ –মন্দিরে।


উৎসর্গঃ ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি।
(রচনাকালঃ ১০-০৫-২০০২)