লঞ্চগুলো সব ডুবে যায়,
কতৃপক্ষের হুশ নাই!
জীবন আজ সস্তা অতি,
জনগণের এ তেমন কি ক্ষতি?
যে দেশে -মানুষের ধাক্কায় দালান পড়ে,
আল্লার মাল আল্লা নেয়-
সে দেশে আর কি হবে?
কারই বা সাধ্য কিছু করার-
তাই তো উদ্ধার-নেই গতি তার,
নাকে তেল, ঘুম সবার!
বাঃ, বাঃ,বাঃ, রুস্তম-হামজা-
যা,যা,যা, তোরাই চালিয়ে যা!
আমার প্র-প্রপুরুষ দেখলো তোদের,
দেখবে বোধহয় নাতি-পোতা!