একাত্তর আমি দেখি নি,পঁচাত্তর ও তাই ;
তবুও বাংলার আকাশ -বাতাসে ,
মুজিবের ধ্বনি পাই-মুজিবকে খুঁজে পাই।
রক্ত- মাংসে গড়া মানুষ,ভুলেরও ঊর্ধ্বে নয়।
নেতা- মুজিব যতটা সফল,শাসক হিসেবে হয়তো নয়-
তাই বলে কি গুরুদণ্ড এই মুজিবকে সয়!
বোকার দল কাকে মারলি,বুঝতেও পারলি না,
দৈন্য- দশায় খেই হারানো পিতাকে চিনলিনা!


রচনাকাল: (১৫/০৮/২০১৪)