আমায় নিঃশেষ করে তুমি,
হলে সবুজ পৃথিবী ;
অঙ্গে তোমার ভরা অনিল।
তাইতো তুমি আকাশ দেখ-
শুধু নীল আর নীল!
তোমার তেজে দগ্ধ জীবন,
পোড়া চন্দ্র সম;
বাঁচার জন্য বাতাস নেই,
তাইতো আমার আকাশ ও নেই-
উপরে শুধু আঁধার দেখি,
নিচের দিকে ধু ধু মরু ;
বালি আর বালি!



রচনাকালঃ ০৪/০৮/২০১৪