সর্বোচ্চ সাজা হলো না,
তবুও হলো হরতাল ;
তবুও প্রতিমা ভাঙা হলো-
দশভুজার চার হাত গেলো,
তবুও সে চেয়েই রইলো-
যেমন থাকলো সরকার!
সবকিছুর দায় সংখ্যালঘুর,
সরকারের কি এলো গেলো?
সাজা যাহাই  হউক ,
কপাল পুড়বে সংখ্যালঘুর-
এ যেন কবিতার সেই অমোঘ বানী,
" তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,
সাকিনা বিবির কপাল ভাঙলো,
সিঁথির সিঁদুর গেল হরিদাসীর !"