সাত সমুদ্র,তের নদী নয়
তবুও তাই মনে হয়।
দুর্গম গিরি বা কান্তার মরু নয়,
তবুও উত্তাল মেঘনা পাড়ি দিতে হয়!
সিংহল সমুদ্র বা নিশিথের অন্ধকার নয়,
কিংবা নয় জীবনানন্দের সেই দারুচিনি দ্বীপ -
তবুও এটি একটি দ্বীপ ।
এটি হতে পারে হুমায়ূনের সেই দারুচিনির মত
যেথায় যেতে চাইবে তরুণ-তরুণী শত।
এর কোন যৌলুষ নেই,নেই কোন নাম-ডাক
তবুও আছে শীতল মায়াবী ডাক!
একে হয়তো অনেকেই চেনে না ,
তবে এর নবজাতককে চেনে সবাই।
ঠিক যেমন অপরিচিত থাকে-
কোন খ্যাতিমান সন্তানের মা!
তাই সন্তান দিয়েই চেনাই মাকে,
চেনাই আমার জন্মভূমি-
মায়ের কোলে নিঝুম দ্বীপ,
হাতিয়া তার জননী ।


১৬/০৯/২০১৪