সব ভালোর যেমন একটি কালো দিক থাকে,
তেমনি সব কালোরও থাকে একটি ভালো দিক।
যেমন লোড শেডিং।
লোড শেডিং খুবই বিরক্তিকর ওবেদনাদায়ক!
তবুও এই লোডিংই জীবনে এনে দেয়
কিছুটা ব্যতিক্রম সময়,
ক্ষনিকের জন্য বিচ্ছিন্ন করে দেয়
একঘেঁয়ে যান্ত্রিক জীবন।
পূরণ করে দেয় অনাকাঙ্ক্ষিত একাকিত্বের সাধ।
ব্যস্ত নগরবাসীকে টেনে নিয়ে যায় ঘর থেকে ছাঁদে,
কিংবা সদা খেয়ে ঘুমানো বেরসিক কোন গ্রামবাসীকে
বের করে আনে উঠোনে-
দেখায় আকাশ ভরা তারা কিংবা
বর্ণ ছড়ানো হৃদয় জুড়ানো চন্দ্রহাসি!
তখন হয়তো সৌন্দর্য পিয়াসি মন
হঠাৎই গেয়ে ওঠে রবি ঠাকুরের অমর গান-
চাঁদের হাঁসি বাঁধ ভেঙেছে ,উছলে পড়ে আলো
ও রজনী গন্ধা তোমার গন্ধসুধা ঢালো......
শুধুই কি তায়? কর্মব্যস্ত কোন প্রেমিক কে
মনে করিয়ে দেয় তার অভিমানী প্রিয়ার কথা,
কিংবা দূর-প্রবাসে থাকা কোন সন্তানকে
আকুল করে তোলে তার স্বদেশ ওস্বজাতির জন্য-
আর আমাকে কেবলই মনে করিয়েদেয়,
আমার অন্ধকার ফুঁড়ে বেরিয়ে আসার কথা।