ফেচবুক এক সামাজিক বিপ্লব
বা তার চেয়েও বেশি কিছু।
ফেচবুক মানে শুধু চ্যাটিং করা নয় ,
ফেচবুক মানে বিশাল কিছু,অনেক কিছু ;
ফেচবুক আমার বন্ধু চেনায়,
ফেচবুক আমার বন্ধু বানায়;
আবার বন্ধুর পর বন্ধু  বাড়ায়।
ফেচবুক মানে খেলার �সাথী,
ফেচবুক মানে পড়ারও সাথী।
ফেচবুক হল বিশাল ক্যানভাস,
সুবিশাল প্রকাশনা কিংবা আজব পত্রিকা -
যেথায় সবাই শিল্পী,লেখক,কবি,কলামিস্ট
করে যান অনবরত সব প্রগতিশীল রচনা।
যা সময়ে সময়ে বদলে দিয়েছে -
অনেক জীবন,সমাজ,রাষ্ট্র,আদর্শ ও চেতনা।
তবে ফেচবুকে শুধু 'দেবতা-ফেরেস্তা' ই থাকে না,
থাকে অনেক শয়তান,অসুর,গরুও
তাদের জন্যে রইলো শুধু দুয়ো আর দুয়ো!  


রচনাকালঃ 22/12/2014