শীতের পূর্বাভাস নিয়ে এসে গেল হেমন্ত
কার্তিক আর অগ্রনে এটি ঋতু চতুর্থ ।
আকশের দুটি তারা কৃত্তিকা ও আর্দ্রা।
কৃত্তিকা থেকে এসেছে কার্তিক,
আর আর্দ্রা থেকে অগ্রহায়ণ।
মরা কার্তিকের পর আসে ভরা অগ্রহায়ণ।
অগর্ মানে ধান,হায়ণ মানে মওসুম
অগ্রহায়ণে তাই ধান কাটার পড়ে ধুম!
উঠবে নতুন ধান,গুঁড়ি হবে ঘরে-ঘরে,
নবান্নের উৎসব চলবে সমস্ত গ্রাম জুড়ে!
বৈশাখে বছর শুরু একথা সকলে জানি,
পূর্বে যে ছিলো ইহা অগ্রহায়ণে-
একথা ঠিক কজনা বাঙালি জানে?
সম্রাট আকবর চালু করেছিলেন এই নববর্ষ,
একসময় বছরের শুরু তাই ঋতু হেমন্তেই হত।
জলবায়ুর প্রভাবে ষড় ঋতুর এই দেশে
চার ঋতুই এখন সর্বদা বিরাজে-
হেমন্ত আর বসন্ত যেভাবে হারাচ্ছে,
মনে হয় একদা থাকিবে তা শুধু জাদুঘর আর গ্রন্থে!


19/10/2014
8:06pm