ঢাকা বাস অনুপযুক্ত কারণ,ঢাকার বাতাস দূষিত-
এর বাতাস বিষাক্ত কার্বনডাইঅক্সাইড আর
সিসায় সিসায় ভরা,
এখানে থাকা মানে নিশ্চিত মরার বহু আগে মরা।
ঢাকা বাস অনুপযুক্ত কারণ,ঢাকার পানি দূষিত -
এর পানিতে আছে ডাস্টবিনের ময়লা,বিষ্ঠা সহ জীবানু শত শত।
ঢাকা বাস অনুপযুক্ত কারণ,ঢাকার মাটি দূষিত-
ঢাকার মাটির নেই পর্যাপ্ত পানি ধারণ ক্ষমতা,
এতে যায় না কভু খালি পায়ে হাঁটা,
যে কোন দিন হবে সব লণ্ড-ভণ্ড,আসবে যে দিন মহা ভূমিকম্প!
ঢাকা বাস অনুপযুক্ত কারণ,ঢাকার নদীগুলো
সব অসুস্থ-
নদীতে নেই পর্যাপ্ত নাব্যতা, দূষণ অবিরত।
ঢাকা বাস অনুপযুক্ত কারণ,ঢাকার শব্দ মাত্রাতিরিক্ত-
শিশু আর রোগী এর ভুক্তভোগী,
সুস্থ শ্রোতা হারায় তার শ্রবণশক্তি।
ঢাকা বাস অনুপযুক্ত কারণ,ঢাকার পথ-ঘাট ভীষণ  সরু-
পথে-ঘাটে নেই পরিচ্ছন্নতা, চারিদিকে শুধু ধুলো।
ঢাকা বাস অনুপযুক্ত কারণ,ঢাকার যানগুলো সব বুড়ো-
যানবাহন অপ্রতুল তাই যাত্রীদের মরণপণ- তাড়াহুড়ো।
ঢাকা বাস অনুপযুক্ত কারণ,সরু রাস্তায় বুড়ো যান-
কেউ মানে না ট্রাফিক আইন।
ঢাকা বাস অনুপযুক্ত কারণ,ঢাকার যান চলাচলে নেই কোন সুনিয়ন্ত্রন-
প্রশাসনিক ব্যবস্থার নেই কোন বিকেন্দ্রীকরন।
ঢাকা বাস অনুপযুক্ত কারণ-
ঢাকায় মানুষ আসছে স্রোতের বেগে, জনসংখ্যা বিস্ফোরণে!
ফলে সকল রাস্তায় ভীষণ জ্যাম,
সময়ের নেই কোন দাম!
ঢাকা বাস অনুপযুক্ত কারণ -
ঢাকায় বৃক্ষের চেয়ে মানুষ বেশি,
কল-কারখানার প্রসার বেশি;
চলে অনবরত কার্বন নিঃসরণ-
তাই ঢাকায় বেঁচে থাকাই নরকের মরণ!


10/10/2014