পুরোপুরি ভাল ও সৎ হওয়া কি সম্ভব?
মনে হয় না।
যদি কেউ দাবী করে এমন-
তবে সে ডাহা মিথ্যে বলছে নতুবা নয় আত্ম সচেতন !
মানব জীবন এক দীর্ঘ পরিক্রমা-
এখানে ভুল-ভাল করেই শুদ্ধ হতে হয়,
এখানে মিথ্যে বলেই সত্য বুঝতে হয়,
এখানে সদাই চলে ভাল-মন্দের উঠা-নামা!
মহাপুরুষ বা সাধু বলে কিছু নেই।
যিনি এখানে মহাপুরুষ,তিনি ভুল করে করেই মহাপুরুষ।
যিনি বলেন -আমি চির সত্যবান সাধু।
তিনি আসলে ভণ্ড অথবা মহা বুদ্ধু-
কারণ নিজ চোখে ধরা পড়ে না নিজ ভুল-ত্রুটি কিছু।
মানুষ মাত্রেই রয়েছে আত্মপক্ষ সমর্থনের অজ্ঞতা-
তাই রয়েছে নিজ ভুল-ত্রুটি আবিষ্কারের অক্ষমতা ।
আবার ভাল-মন্দ ও খুব আপেক্ষিক,
জনে জনে ইহা কখনো একই থাকে না ঠিক-
তাই যে কারণে কেউ ভাল হতে পারে,
ঠিক একই কারণেই সে অন্যথা হতে পারে না সঠিক!
ভাল ও মন্দ আসলে সত ভাই-
যতই দূরে ঠেল, সম্পর্ক রয়ে যায়!


29/11/2014
10:55 pm