ধন্যবাদ তোমাদের আজি,
যারা হতে পেরেছ-
'শতরূপে ভালোবাসা' র কুশী-লব,মহান সৃজনী;
আমি অতি নগন্য,ঠাঁই পাইনিগো ঠাঁই পাইনি!
তোমাদের অবদান পাঠককুলে আনুক-
নন্দিত ভালবাসার বান,
বিস্মৃত করে দিক তাদের শত দুঃখ-কষ্ট;
শোনাক তাদের জীবনে শত রূপে ভালবাসার গান।
সেখানে হয়তো থাকবো না আমি,
কিংবা থাকবেনা আমার কোন অবদান;
তোমরা কবিরাই তাদের-
অনন্ত ভালোবাসার আন্তরিক শিল্পী হয়ে ওঠ,
আসর ফিরে পাক তার প্রতিদান।
আমার কাব্যে- পাঠক মজেনা,
আমার পাতায় তাই আসে হাতে গোনা।
কবি হতে পারিনি তাই লিখি,
আজও নিজেকে মজানো কথা-
এইসবে কি আর বিচারক মজে,
রায় পাবার আশাই তাই আমার মিছে!
তবুও আশা গর্জে ওঠে, হৃদ-সমুদ্রের পাড় ভাঙে;
আবেগ তবু শব্দ ঝরায়,নোনাজল তবু কবিতা বাঁধে;
অপাঙ্ক্তেয় এই জীবনে তবুও-
শতবার শতরূপে ভালবাসা আসে।