পাকিস্তান এক অভিশপ্ত দেশ,এক অভিশপ্ত জাতি!
মানবতা এখানে বিপন্ন,দুমরে কাঁদে!
এখানে ৭১ এর অভিশাপ মাথায় নিয়েই শিশুদের জন্ম হয়,
তবুও ক্ষমা চায়না দেশ,নির্লজ্জ-নির্বিকার থাকে!
এখানে শিক্ষার বিরুদ্ধে চলে বিদ্রোহ,
সোয়াত উপত্যকায় ঠেকাতে রক্তাক্ত হয়
এক তেজোদীপ্ত কিশোরী-নাম মালালা;
যা রেকর্ড ভেঙে তাকে এনে দেয় নোবেলের মালা।
পাকিস্তানের রয়েছে এমনই সব বড় বড় ক্ষত-গর্ত,
রেকর্ড করা গাত্রজ্বালা!
জঙ্গীর অভয়ারণ্য এ ভূমিতে ক্যান্সার এর মতই,
দুরারোগ্য সব সন্ত্রাস বাসা বাঁধে!
এখানে মসজিদে ফুটে বোমা,
নিরীহ নিষ্পাপ শিশু মারা যায় স্কুলে!
ঠিক যেভাবে একাত্তরে এ বর্বর জাতি,
নির্মম, নৃশংসভাবে মেরেছিল নিরীহ বাঙালি!
এ এক বেহায়া,অসভ্য জাতি-
যারা ইতিহাসের নিকৃষ্ট ও জঘন্যতম অপরাধটি
করেও কোন ক্ষমা চায়নি আজ অবধি!
তাই তো পৃথিবীর  সভ্য সমাজ আজ,
একে ভয়ার্ত চোখে দেখে,আনুষ্ঠানিকতায় যেতে চায় না;
মুখ ফিরিয়ে নেয় খেলাধুলা থেকে।
দিন দিন যে দেশ ধাবিত,
চরম অস্থিরতা ও ধ্বংশস্তুপের শেষ কিনারে-
সে দেশ কি একাত্তরের অভিশাপ থেকে,
কভু মুক্ত হতে পারবে?


17/12/2014
4:25 pm
simultoly