বাংলাদেশ এমনই এক দেশ-
সারা বিশ্ব এর যা নিয়ে করে গৌরব ও প্রশংসা,
মূর্খ জনতা,মন্ত্রী ও সরকার ঠিক তাই নিয়ে করে;
নির্মম অবহেলা ও উপহাস!
এই যেমন সুন্দরবন-
যাকে সারা বিশ্ব যেখানে অমূল্য সংরক্ষনের সম্পদ মনে করে,
সেখানে আমাদের কর্তৃপক্ষ এটাকে -
চরম অবহেলা,ঔদাসিন্য ও এক্সপেরিমেন্টের গিনিপিগ মনে করে!
যেমন নোবেল বিজয়ী ড.ইউনূস-
সারা বিশ্বের জ্ঞানী-গুনি,দেশ-প্রধান কিংবা ধনী
অথবা বিশ্বের তাবৎ প্রবল প্রতাপশালী,
যেখানে মন্ত্রমুগ্ধ হয়ে শুনেন ইউনূসের বাণী-
তখন গর্বে আমার বুক ভরে যায়, চোখে আসে আনন্দের পানি;
অথচ সরকার ও মূর্খ জনতা তখন না বুঝে,
তাঁকে নিয়ে করে উপহাস,দুয়ো দেয়,হানে করুন আত্মগ্লানি!
যেমন কক্সবাজার সমুদ্রসৈকত-
বিশ্বের সর্ববৃহৎ এ সমুদ্র সৈকত,
যেখানে সরকারের একটু সুদৃষ্টি পেলে-
হতে পারে বিশ্বর সর্বাধুনিক ও সর্বাকর্ষনীয় পর্যটনকেন্দ্র,
কিংবা আমাদের জাতীয় আয়ের অন্যতম উৎস-
সেখানে রয়েছে কর্তৃপক্ষের ব্যাপক অবহেলা,ঔদাসিন্য ও অযত্ন!
এ ত্রয়ী শুধু উদাহরণ-
দৃষ্টির গভীরে রয়েছে আরও শত শত!


20/12/2014
1:46 pm
d.m.