সব কেড়ে নিলে আমার,
আবেগ নিয়ে খেললে নির্মম প্রতারণার খেলা!
আমি না হয় টিনেজের জালে বন্দী ছিলাম,
যুক্তির ডোরে ছিল মস্ত তালা!
ত্রিশোর্ধ পরিপূর্ণ তুমি তো জানতে,দেখতে-
তোমার ভিতরের পুরুষের করুণ বিলাপ!
তবুও ভুলিয়ে-ভালিয়ে ঘর বাঁধিয়েছ,
গেয়ে- প্রেম নামক প্রলাপ!
এখন আমার নদীতে জোয়ার,
তোমার পড়ে ডুবো-চর ,ভাটা!
এখন আমার শরীরে প্রেম জ্বর,
নামাতে পারনা কভু তুমি তা!
কাম-কাব্যে বিগলিত করেছিলে-
যখন বুঝিনি প্রেম কি ছিল তা?
এখন কাম-কাব্য খুঁজি,
আঁকতে পারনা তুমি আর তা!
তবুও মেনে নিতে পারতাম  কপালে-
সর্বাঙ্গ সরস হয়না কারো,
থাকেনা রস চিরকাল তরুমূলে;
পূর্ণ তৃপ্তি আসেনা সদা -
তুমুল জাল-ছেদী কোন গোলে!
জীবন পার করে দিতাম,
নবাগত ভবিষ্যতের আশে-
কামনার আগুন চিতায় তুলে দিতাম,
থাকতে যদি সোহাগ নিয়ে সদা পাশে!


21/12/2014
7:09 pm
d.m.