স্মৃতি প্রাণ,স্মৃতিই জীবন,স্মৃতিই প্রাণীকে বাঁচায়-
স্মৃতি বেঁচে থাকলেই প্রাণী অমরত্ব পায়।
আমার স্মৃতিই আমার জীবন,আপনারটাও তাই-
স্মৃতি হারিয়ে গেলে প্রাণী বেঁচে থেকেও নাই।
স্মৃতি যদি যায় করা সঠিক সংরক্ষন,
দেহ না থাকলেও প্রাণীর থাকবে জীবন!
দেহ যদি করা যায় পুনরায় গঠন-
আর স্মৃতি যদি করা যায় তাতে সঠিক প্রতিস্থাপন,
প্রাণী পাবে পুনরায় নতুন জীবন!


07/01/2015
4:01  pm
tls