রাজায় রাজায় যুদ্ধ হবে,
উলু-খাগড়ার প্রাণ যাবে-যাক;
তবু বাঁচুক নিরীহ সাধারণ জনতার প্রাণ-
ফিরে আসুক সেই যুদ্ধের পুরনো ময়দান।


পুরনো সব সেকেলে হয় না,
সেকেলে বিদ্রুপ আজ আর শোভা পায় না;
আধুনিক হলেই সভ্য হওয়া যায় না!
প্রাণী হয়ে জন্মালেই মানুষ দাবী করা যায় না।


আমাদের চেয়ে তারাই ভাল ছিলো,
যারা রাজা হতে চেয়ে আলাদা মাঠে যুদ্ধ করেছিলো;
রাজপথ আর প্রজা হয়নি যুদ্ধের বলি,
হরিলুট হয়নি দেশের অর্থনীতি ও মূল্যবান সম্পদগুলি!
যুদ্ধে শুধু সৈন্য মরেছিলো,রক্ত নয় ওরে ধূলি উড়েছিলো।


ফিরে আসুক সেই মহাভারত,
কুরুক্ষেত্র তৈরী হোক দেশে-দেশে ;
মাঠে নেমে পড়ুক,কৌরব-পাণ্ডব রূপী সরকার-বিরোধী,
বন্ধ হউক জ্বলন-পোড়ন,বেঁচে যাক যত নির্দোষ-নিরীহ প্রাণ।



12/01/2015
3:09 pm
tls