ক ও খ পালাক্রমে একই কাজ করে,
ক যদি করে কাজ ১ম ৫ বছরে-
পরের ৫বছর ঠিকই খ এর ভার পড়ে।
ক একবারে যতটুকু এগিয়ে নেয়,
খ আসিয়া ঠিক ততখানিই পিছায়!
আবার খ একবারে যতখানি এগিয়ে নেয়,
ক এর ধর্মও ঠিক পূর্বের খ-এ বর্তায়।
এইভাবে বছর বিশেক চলিতে লাগিলো,
ক এর মাথায় হঠাৎ কুবুদ্ধি খেলিলো-
খ এর বংশ করিয়া নির্বংশ,
একাই করিবে কাজ-যেন একাই একশ!
এর পরের কর্ম যারা যারা জানেন,
সকলেই কওখ এর জাঁতাকলে আছেন।
বলতে হবে কওখ কে আর কে,
কি কাজ করে তারা,থাকে কোন দেশে?


08/01/2015
11:53 pm
d.m