এ স্বাধীনতা দিয়ে আজ আমি কি করব?
যে স্বাধীন দেশে নেই আজ আমার স্বাধীন ও নিরাপদে বাঁচার অধিকার,
নেই সুখ-শান্তি, আছে সন্ত্রাস আর হিংসায় ভরা রাজনীতি;
মানিনা সে স্বাধীনতা।
গর্জে ওঠ বীর বাঙালি-তোমাদের দেশ এখনও স্বাধীন হয়নি।
শুন হে শহীদ ভাইয়েরা,
তোমরা হয়তো আমার আহবান শুনতে পাওনা!
যদি শুনতে পাও, তবে দৈব জ্ঞানে এসে দেখে যাও-
এই দেশ আজ আর তোমাদের পূন্য রক্তে গড়া সেই দেশ নেই!
রাজাকার আর রাজনীতির বিষবাষ্পে,
বিষাক্ত হয়ে গেছে তোমাদের পবিত্র রক্তে গড়া দেশের মাটি।
এখানে আর উর্বরতা নেই, আছে নরকের দাউ-দাউ অগ্নি!
তাই আমি আজ বিজয়ের আনন্দে নই আসক্ত!
স্বাধীনতা মানে নয়-
পাকদের শোষন, শাসন, অত্যাচার,নিপীড়নের হাত থেকে দেশকে করিয়া মুক্ত,
নিজেরাই হইব ঐসবের ভক্ত!
করিয়া খুন, রাহাজানি, বোমাবাজি ঘটাইব ধ্বংশযজ্ঞ-
এই নয় আমার স্বাধীনতার তত্ত্ব!
তাই আজ আমি আর নই এই স্বাধীনতার অন্ধ ভক্ত,
যে স্বাধীনতা কেবল মনে করিয়ে দেয়-
অর্জনের চেয়ে রক্ষাই বড় কষ্ট!


07/12/2003
10:30 pm
sukcar,hatiya