ভাবি এক অদ্ভুত চিপের কথা!
যে চিপের নাম হবে "মানব মেমোরী"-
মোবাইল মেমোরী চিপের মতই যাতে,
ধরে রাখা যাবে মস্তিষ্ক-মেমোরী!
মানুষ থেঁতলে গেলেও,টিকে থাকবে তার মেমোরী!
নতুন দেহের ভিতর স্থাপিত হবে মৃত মানুষের মেমোরী।
ওমা মৃত বলছি কেন,মৃত শব্দ উঠে যাবে যে সেদিন সত্তরই-
কাঙ্ক্ষিত অমরত্বের ইচ্ছা, মানুষের পূরন হবে বুঝি সেদিনই!


ভাবি নশ্বর দেহ বুঝি একদিন সত্যই নশ্বর হবে,
মস্তিষ্ক মেমোরীই বুঝি একদিন আত্মার স্থান নিবে!
সেদিন সবাই হয়তো বলবে বরাবর-
আত্মা নয় ওরে মস্তিষ্ক স্মৃতিই অমর।


ভাবি সে সময়ের কথা যখন-
সুন্দর সুন্দর দেহের খাঁচা বিক্রি হবে,
মানুষ শার্টের মতই একাধিক সুন্দর দেহ ব্যবহার করবে।
জগতে কাল বলে আর কোন মানুষ থাকবে না,
থাকবেনা কাল হওয়ার দুঃখ!
চেহারা নয়, নম্বরই হবে মানুষের আসল চিহ্ন।


ভাবি সে সময়ের কথা-
যখন মানব-মেমোরী আর মানব দেহ,
করবে অবস্থান যত্র তত্র স্বতন্ত্র-
আবার যুক্ত হলেই হয়ে উঠবে জীবন্ত!
যখন দেহ ও মেমোরী আলাদা যাবে সংরক্ষন
তখন সেকেন্ডের ভগ্নাংশেই মানুষকে যাবে প্রেরণ-
আজকের ভয়েস্ প্রেরণের মতই ঢাকা থেকে অ্যামেরিকা,
কিংবা অ্যামেরিকা থেকে আলোর বেগে ঐ সুদুর নীহারিকা!


17/01/2015
1:14 am
d.m