কেউ ভালোবাসেনি!
সেই ছোট্ট বেলায় যখন সবাই বাবা- মায়ের আদর পেত,
ঠিক তখনই আমি অবুঝ অপরাধে যখন তখন সইতাম-
বাবার অমানুষিক বেদম প্রহার, সিঁধেল চোরের মত!
মাঝে মাঝে মনে হতো যেন আছি কোন সত পিতার অসহ্য আশ্রয়ে!


কেউ ভালোবাসেনি!
একটু বড় হলাম,ভালোবাসা অবহেলিত হলো এবার-
বয়ঃসন্ধির জারিত রসে জেগে উঠল শরীর ও মন,
ভালোলাগার হরিণী ঘুর ঘুর করত চোখের সামনে দিয়ে,
দিবা নিশি ভালোবেসেও বনের হরিণ পেলনা সোনার হরিণীর মন।


কেউ ভালোবাসেনি!
সময় গড়িয়ে চলে,ভালোবাসা আসেনা জীবনে।
কিশোর আমি যুবক হই,নিজেকে আর বন্য মনে হয়না-
মনে হয় বিবর্তিত সভ্য মানব,খুঁজি মানুষের ভাষা- ভালোবাসা,
দেখি মানুষগুলো সব ভালোবাসা দেয়ার অপারগতায় ভাষা হারিয়ে বন্য হয়ে যাচ্ছে।
বন্ধু খুঁজি,প্রেমিকা খুঁজি,কারও ভালোবাসাই জুটে না এ ললাটে-
সবাই কপট,ভণ্ড চলে বিধাতা-ঈশ্বর কিনে-বেচে।


কেউ ভালোবাসেনি!
আবেগের পারদ উধাও হয়,পরিণতি আসে মেধা,মনন ও বয়সে।
সাতপাকে বাধার সঙ্গী খুঁজি,ঠিক যেমন সঠিক প্রতিলিপি খোঁজে মানব ডিএনএ।
আজও মেলেনি ভালোবাসার মানুষ,ঘর বাধা হলোনা ভালোবেসে।


কেউ ভালোবাসেনি!
মধ্যগগণ পেরিয়ে যৌবন সূর্য আজ পশ্চিমে ঢলে পড়ছে,
সারাজীবন ধরে নিজের সঞ্চিত ভালোবাসা জমে বরফ হতে চলেছে,
তবু কেউ ভালোবসার উষ্ণতা দিয়ে ভালোবাসা গলাতে আসেনি-
কাঙ্ক্ষিত ভালোবাসা বুঝি বিলুপ্ত হয়ে গেছে এ ধরিত্রির মাঝে!


23/02/2015
11:11 pm
d.m