আজ বড় বেশি যাযাবর আমি,
আজ তোমার ঘরই বন্ধু,তাই আমার ঘর ভাবি।
আজ পায়ের পরতে পরতে আমার ক্লান্তি,
আজ পথের ধারের বটবৃক্ষকেই তাই-অভিভাবক ভেবে আসে ভ্রান্তি।
আজ সবার মাঝে থেকেও নেই আমি,
আজ বিষন্ন হৃদয়ে জীবন্মৃত-জানেন অন্তর্যামী।
আজ অজানা গন্তব্যে দেই পাড়ী,
আজ জানিনা তীরে পাবো কিনা তরী!
আজ আকাশে মেঘ-দমকা হাওয়া ভারী,
আজ শুধু অবৈশাখে উঠে যায় কালবোশেখী!


20/03/2015
11:14 pm
d.m