এ জগতে মায়ের তুলনা আর কি হতে পারে?
যা কিছু পারে না সবাই,কেবল "মা" ই তা পারে!
মায়ের কীর্তি দেখেছি ডুবে যাওয়া কোন লঞ্চে-
নিজে ডুবে ডুবে পানি খেতে খেতে,
নিজের জীবনের বিনিময়ে ঊদ্ধারিলেন স্বীয় সন্তানেরে!
মায়ের কীর্তি দেখেছি ধ্বসে পড়া কোন ভবনে-
ধ্বসে পড়া ছাঁদ নিজ পৃষ্ঠে ঠেকিয়ে,
নিজে থেঁতলে গিয়েও, কৌশলে অক্ষত রেখেছেন প্রাণের চেয়ে প্রিয় সন্তানেরে!
মায়ের কীর্তি দেখেছি দুর্ঘটনা কবলিত কোন বাস কিংবা ট্রেনে-
নিজে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়েছেন,তবুও নিরাপদে ঠেলে বাঁচিয়েছেন-
নাড়ী ছেঁড়া ধন,প্রিয় সন্তান মানিক- রতনকে!
মায়ের কীর্তি দেখেছি দাউ-দাউ দগ্ধ কোন কুটিরে-
নিজে পুড়ে মরেও বাঁচিয়েছেন,প্রাণের চেয়ে প্রিয় সন্তানেরে!
মায়ের কীর্তি দেখেছি দুরারোগ্য ব্যাধিতে-
সবাই পালিয়ে গেছে নিজ নিজ প্রাণ নিয়ে,
শুধু "মা" ই ছিলেন আঁকড়ে পড়ে-
স্বীয় প্রাণ ত্যাগিয়া স্বীয় সন্তানের মরণ শয্যা পাশে!
মায়ের কীর্তি দেখেছি গরীবের সংসারে-
সন্তানের সুন্দর-সুনিশ্চিত ভবিষ্যৎ প্রতিষ্ঠায়,
নিজেই কামলা খেটেছেন ধনী-মহাজনদের দ্বারে-দ্বারে!
কখনও কখনও সেই সন্তানেরই উদর পূরণে,
নিজেই রোজ থেকেছেন কত অনাহারে!
মায়ের কীর্তি দেখেছি ঐ এক অমর পঙ্ক্তিতে-
"আমার সন্তান যেন সদা থাকে দুধ-ভাতে।"
মায়ের কীর্তির কথা করিব কি বর্নন?
সকল মায়ের সন্তান তাঁর অরূপ-রতন।
আমার "মা" তোমার কাছে হতে পারে নারী এক সাধারণ,
আমার কাছে তিনি সদা মহীয়সী,জগতে বিরল, অসাধারণ!


২৯/০৮/২০১৫
jtb