হাজার বছর উড়িয়া কবি আসিলেন এক গ্রহে,
গ্রহের নাম রঙ্গিডঙ্গী-কবি দেখেন অবাক নয়নে!
রঙ্গিডঙ্গীর প্রাণীগুলো বড়ই কিম্ভুত-কিমাকার!
নারী পুরুষ নয় আলাদা-সবাই দেখতে একাকার!
সবার বুকেই জোড়া পয়োধর, সবাই জোড়া লিঙ্গধারী,
সবাই করতে পারে রমন,সবাই হতে পারে গর্ভবতী!
সবাই করে সমান কর্ম,নেই কোন ধনী-দরিদ্র, সবাই বিত্তশালী;
কেউই নেই অসুখে,নয় কেউই অবলা,সবাই সমান শক্তিশালী!
এমন এক দেশে যেতে, মন নাহি চাইবে কার?
শুনেই যেথায় পুলক জাগে,রহস্য জাগেনা কার?
সবার এখন কৌতূহল-কবি গেলেন কেমনে?
আমি বলি থাক না সে রহস্য আগামীর জন্যে,
শুনেছি কবির এক বন্ধু ছিল-
অগাধ দখল,এই আধুনিক বিজ্ঞানে!


16/09/2015
11:13 pm
jtb,dhaka