কবিতার সাথে দিনযাপন, বড্ড অন্যরকম


মেঘেরা যখন তখন ঘরে, ফাঁকে ফোঁকরে
ফিকে মিষ্টি লাগে মুখে, ঠাণ্ডা আরাম চোখে


তারপর চলে যাই আকবরের দরবারে
গান্ধী জি আসে, নেফারতিতি আসে, রবিবারে
জমাটি তর্ক হয়, চা আর চানাচুরে


তারপর চারধারে একটা সাদা আলো
চিন্তাহীন ছায়া সব মুকুল হোল
গভীর অনন্ত স্তব্ধতা, কি আনন্দ, কি ভালো


ততক্ষনে মেঘেরা ঘরদোর ভিজিয়ে টিজিয়ে
বইগুলো ন্যাতা করে, ছাতা নিয়ে চম্পট


যাক বেশ খালি খালি, এই নেই ছাতা, নেই পেখম
কবিতার সাথে দিনযাপন, বড্ড অন্যরকম