আমার বাড়ি অনেক দূরে
যায় নারে ভাই দেখা
ট্রেনের মধ্যে একা আমি
সিট গুলি সব ফাঁকা।
হঠাৎ করে কারেন্ট গেল
ট্রেন গেল ভাই থেমে,
কন্ঠ আমার শুকিয়ে গেল
আমি পরলাম নেমে।
বহু দূরে জ্বলছে আলো
সেটাই আমার বাড়ি
নাকের কাছে গন্ধ এলো
রুটি আর তরকারি।
গন্ধ শুঁকে এগিয়ে গেলাম
গর্তে পরল পা,
ভয়ে আমি চেচিয়ে উঠে
বললাম ও মা.....
হঠাৎ শুনি মা বলছে
উঠে পড় রে খোকা,
ভোর হয়েছে অনেকক্ষণ
গড়িয়ে গেল বেলা।
দেখছি আমি বিছানায়
শুয়ে আছি একা।।