ছেলে আমার চাকরি করে
           চাইনা কোন পণ শুধু চাই,
রূপে সরস্বতী, গুনে লক্ষ্মী
                    আর সুন্দর একটা মন।
আমরা বাপু টাকা চায়না, তবে চাই,
একটা খাট,আলমারি,গাড়ি আর কিছু গয়না
এগুলো তো সামান্য জিনিস
আপনার মেয়ের জন্য কি এটুকু পারবেন না?
আপনার মেয়ে দেখতে সুন্দর
আর দেখছি পড়ালেখাতেও ভালো।
তবে চাকরি করে লাভ নেই বরং,
নাতি-নাতনির মুখ দেখিয়ে
          আমার ঘর করবে আলো।
আমার ছেলে চাকরি করে
রাখবে আপনার মেয়েকে খুব সুখে।
আমরা যা বলছি তা পরেও,
         থাকবে আমাদের এই মুখে।
তবে বরযাত্রী আসবে বেশি
আমরা আবার কাউকে করতে পারবো না মানা
ভালো করে ভেবে হ্যাঁ বলুন,
আমরা বাবু লোকেদের মত পণ চায় না।।