রবিবার ছুটির দিন,
ল্যাদ লাগে তাই।
খেতে হবে লুচি-আলুর দম,
তায় পড়ার মুড নাই।
সোমবার কলেজ আবার,
টিউশন থাকে তারপর,
ক্লান্ত শরীরে পড়তে বসলে,
বুকটা করে ধড়ফড়!
মঙ্গলবার পড়তে বসলে,
অমঙ্গল লাগে।
বুধবার ঘড়ির কাঁটা,
যেন চটজলদি ভাগে।
বৃহস্পতিবার ফের তোড়জোড়
পড়তে বসা নিয়ে।
'কাল' হলো সেই বন্ধুর বাড়িতে,
নোটস টা নিতে গিয়ে।
এই কারণে পড়াগুলো
জমা হতে থাকে,
শুক্রবার 'ঘুম দেবতা'
হাতছানি দিয়ে ডাকে।
শনিবারও ফেল মেরে যায় 'শেষ প্রচেষ্টা',
কাল থেকে হেব্বি পড়বো
মেটায় মনের তেষ্টা।
দিনকে দিন এইভাবে চললে ফাঁকি,
পরীক্ষায় ফেল করাটাই যা রইল বাকি।।