টাটকা স্বামী মরেছিল তার
করতে গিয়ে ডিউটি,
এক সাগর চোখের জল
ঝরিয়ে ছিল বিউটি।
বুড়ো-বুড়ি কেউই সেদিন
বুঝলো না তার রঙ্গ,
মনিহারা সেই ফনির দুঃখে
কেঁদেছিল বঙ্গ;
স্বামীর বাবা মায়ের চেয়েও
দুঃখ ছিল বেশি;
ক্রন্দনে তার চাকরী দিলেন
দেবী ঘরে আসি।
ছেলের চাকরি হাতিয়ে নিয়ে
বৌমা ছাড়ে ঘর
চিরদিনের মতনই হয়
শ্বশুরবাড়ি পর।
বুড়ো বুড়ির সে নেয়না খবর
দেয় না কানাকড়ি;
বীমার টাকা হাতিয়ে নিয়ে
তৎপর এ সুন্দরী।
কষ্ট করল যে মানুষ দুটি
তারাই আজ মরছে,
তাদের গাছের ফলের রসে
অন্য পেট ভরছে।
সবভুলে আজ চাই সকলে
সোনার হরিণ ধরতে
টাকার জন্য মানুষ পারে
সবকিছুই করতে।।