দ্যুতিময় রাজপথে বেওয়ারিস পাকিজা প্রভায়-
মায়াময় আলেয়ার একপাশে বসেছে আসর,
একপাশে জ্বলে জ্বলে- নিভু নিভু আমার বাসর,-
আগমনী শেফালিকা ক্ষণ গোনে আশায় আশায়।
পার হয়ে ছায়াপথ পৃথিবীর গোলক ধাঁধায়-
শামুকের কোল ঘেঁষে পড়ে থাকে বুকের পাঁজর।
অপহৃত ভালোবাসা খুঁড়ে নেয় নিজের কবর;
আহত প্রেমিক এক বীজ পোঁতে আদিম শিলায়।


এখনো তুফান এসে লিখে যায় বিগত কবিতা,
এখনো ভ্রমর ভোলে প্রেম ঘাতী ভেনাসের ভ্রম,-
কোষে কোষে পশে দেয় আগামীর নতুন সবিতা।
ব্যাঙের ছাতার মতো- কবেকার পুরনো জখম;
ভুঁই ফুঁড়ে মাথা তুলে জ্বালে আজো হৃদয়ের চিতা,
হয়তো হলুদ নয়, নীল কিবা আরেক রকম।


শব্দ ব্যাখ্যাঃ
পাকিজা > বিশুদ্ধ
সবিতা > জনয়িতা


(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+১০)