আমি ভুল করতে চেয়েছি,
সংশোধনের বিরক্তি আমিও চাইনি।
ঠোঁটের উপর জমা আটপৌরে কালো,
সোনার চামচ টক জেনেছি কবেই
সস্তা বিড়ির ধোঁয়াও ঘোমটা সরালো।
দেনা-পাওনার হালখাতাটা
জ্বলছে যত জ্বলুক শান্ত দাবানলে-
পৃথিবীটাকে সেলাম ঠুকে
বলে যাবো “ভেসে ওঠো জলে।”