একজোড়া ক্ষীণ চোখে, হেঁটে আসা পথটাকে দেখা,
ঘরমুখো পাখিদের ডানা মেলা আবছা আকাশে,-
দিনের আলোর শেষে অনুমৃতা গোধূলিটা মেশে,
আঙুলের গিটে-গিটে- সময়ের হিসেবটা রাখা।
ভুলে যায় অবশেষে, রোদের আদর গায়ে মাখা-
গাঙচিল; কতগুলো পুরনো পালক গেছে খসে!
মুছে যায় কতকিছু জমে থাকা, হৃদয়ের পাশে,
কপালের ঘামে ভিজে; মোছেনা ভুলের বলিরেখা।


এমনই শেষের ছাঁয়ে; অতীতটা মেলে ধরে খাতা,
মিশে যায় সরোবরে শিশিরের দাগ, ভেসে থাকে,-
নিথর জলের বুকে; দুপুরের যতো প্রখরতা।
(ভুলের চেহারা গুলো, মুখোমুখি প্রতিলিপি আঁকে)
স্বলিখিত কবিতার খাতা থেকে ছিঁড়ে ফেলা পাতা,-
বাঁচার বারতা নিয়ে; ইশারায় বার বার ডাকে।


শব্দ ব্যাখ্যাঃ
অনুমৃতা > সহমৃতা


(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+১০)