তব স্বপন নয়নে মাখি হরদম.
তোমারি সুনাম গায়, তব সুখে হাসি,
তব দুখে দুখী আমি, বড্ড ভালোবাসি;
তব বিষমে হেঁচকি আমার বেদম।
এ বাসভবনে মোরা একই আদম,
তোমারি কীর্তন গাহি; শুনিছ বাতাসি!
জানি আমি পূজ্য; তবু তোমারি দেয়াসি;-
ফেলি যতনে তোমার কদমে কদম।


ঘর গেল দ্বার গলে, মাছলি এখন
পালায় কেমনে! বড় তাজ্জব সে জাল।
প্রবোধের মুখে আজ নির্বাক শৃঙ্খল,
(চক্ষু আছে তবু নেই স্বাধীন স্বপন।)
জ্ঞানালোক আজ করী বিষ্ঠার শ্রীফল;
গুরু যা বলে তাহাই করিনু আপন।


শব্দ ব্যাখ্যা:
দেয়াসি > পুজারি
মাছলি (হি.) > মৎস্য
শ্রীফল > বেল ফল
করী > ঐরাবত


( পেত্রার্কীয়, অক্ষরবৃত্ত, বর্ণবিন্যাস: ৮+৬, অন্ত্যমিল: কখখক : কখখক :: গঘঘ : গঘগ )