বিমূর্ত ধূসর ছায়ে- পার হয়ে বিকেলি মলয়,-
লোহার গরাদ গলে ছুঁয়েছি দিগন্ত কতবার!
জলের পাথর খুঁজে বয়ে গেছে লগ্ন, আমার-
আদিম হৃদয়ে আজ খাদ মিশে জটিল আ্যালয়।
কশেরুকা ফাঁকে ফাঁকে জমে থাকে নিত্য অবক্ষয়,
বেড়ে ওঠে বুনো-ঘাস, এ জাহানে কবে কেবা কার!
ইজেলে ঝোলান পটে প্রমোদ কোলাজে বিধাতার-
তুলির আঁচড় কেটে- এঁকে চলে অপার বিস্ময়!


পুরনোর সুরে ভেসে নতুনকে হয়নি তো গাওয়া!
প্রথম তুষারে দেখা হয়নিকো ড্যাফোডিল কুড়ি!
দূর থেকে দেখে গেছি বিনোদিনী গোপিনীর রাস।
দিনরাত মরে যাওয়া, শেষমেশ, মরে বেঁচে যাওয়া,-
তবুও তুষার ঝড়ে - মাথা তোলে পাইনের সারি,
পাথুরে গোলাপে তবু ফিরে আসে রঙের কোরাস।


(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+১০)