রেডিও সকালে শ্যামা সঙ্গীতে মসলা;
থাকলে ঠাকুর দিত বিষমের কাশি।
টুথ-পেস্ট এনে দেবে মোনালিসা হাসি,
চায়ের কাপে জাকির ভায়ের তবলা।
পাত্র-পাত্রী খোঁজ চাই? সাহেব একলা?
আমরা দেব দাম্পত্য গ্যারান্টি অষ্টাশি।
করোনার কালে থাক ঘরে পুর-বাসি;-
অনলাইনেই আছে তরতাজা মূলা।


পাঠক ভায়ার চোখ চড়কের গাছে,-
আখেরে কি-না সনেটে মূলার পশরা!
মোদ্দাটা হ’লো মূলাটি সামনে ঝুলছে।
ফাটল গলিয়ে ঢোকে আলোকের চোরা,
সুদিনের কাঁধে গুপ্ত দোলায় দুলছে;-
বাবু মশায়ের মস্ত আরাম-কেদারা।


(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)